৩১ মাসে ৬০০ কোটি টাকার ইয়াবা উদ্ধার ২ বিজিবির

কক্সবাজারে মাদকের ভয়াবহ আগ্রাসন: ঠেকানো যাচ্ছেনা কিছুতেই

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

ইয়াবা (ফাইল ছবি)

পার্শ্ববর্তী দেশ মিয়ানমার পাচার হয়ে আসা ইয়াবার আগ্রাসন কিছুতেই বন্ধ হচ্ছেনা।

মাদক পাচার প্রতিরোধে কর্মরত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা যতই কঠোর হচ্ছে, পাচারে জড়িত অপরাধীরা ততই বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের অপকর্ম অব্যাহত রেখেছে।

এদিকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের হাতে প্রতিনিয়ত ধরা পড়ছে হাজার,হাজার বস্তাবন্দি ইয়াবার চালান। এতে দিনের পর দিন বেড়েই চলছে মাদক উদ্ধার, মাদক মামলা ও আটক মাদক কারবারীদের সংখ্যা।

তবে উদ্ধারকৃত বেশীর ভাগ ইয়াবা মালিকবিহীন। এই সমস্ত ইয়াবা গুলোর সাথে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে যাওয়ার কারনে তাদের আটক করতে পারেনি অভিযানে কর্মরত সদস্যরা।

বেশীর ভাগ মাদক ব্যবসায়ী আড়ালে থেকে তাদের অপকর্ম অব্যাহত রাখার জন্য নিত্য-নতুন কৌশল অবলম্বন করছে।

তথ্য অনুসন্ধানে দেখা যায়, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বেশীর ভাগ ইয়াবার চালান পাচার হচ্ছে গভীর সাগর পথে। ভদ্রতার আড়ালে থাকা মাদক ব্যবসায়ীরা আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদকের চালান পৌছে দিতে সক্ষম হচ্ছে।

এদিকে মাদক পাচার প্রতিরোধে কঠোর ভুমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ বর্ডারগার্ড সীমান্ত প্রহরী টেকনাফ ২ বিজিবি সৈনিকরা। এমন কোন দিন নেই এই বাহিনীর হাতে মাদকের চালান ধরা পড়ছেনা।

তথ্য সূত্রে জানাযায়, বিগত ২০১৮ সালের জুন মাস থেকে চলতি ২০২১ সালের জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত।

২ বিজিবিতে কর্মরত সদস্যরা টেকনাফ সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ মাসের ব্যবধানে সর্বমোট ৫৯৯ কোটি,৩৫ লাখ, ৩৮হাজার, ৬ শত টাকা মূল্যমানের ১কোটি, ৯৯ লাখ,৭৮ হাজার, ৪৬২পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে আসামীসহ উদ্ধার হয়েছে ৫৬ লাখ,৬১ হাজার,৯৮৬ পিস ইয়াবা আর মালিকবিহীন উদ্ধার হয়েছে ১ কোটি,৪৩ লাখ,১৬ হাজার,৪৭৬ পিস ইয়াবা।

উক্ত সময়ের মধ্যে ইয়াবাসহ আটক আসামীর সংখ্যা ৬৮৯ জন। মাদক বিরোধী অভিযানে উভয় পক্ষের গোলাগুলিতে প্রানে মারা গেছে ৫০ জন মাদক ব্যবসায়ী।

বিগত ৩১ মাসের অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন(পিএসসি) জানান, মাদক পাচার প্রতিরোধ এবং মাদক কারবারীদের আইনের আওয়তাই নিয়ে আসার জন্য সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন স্থানীয় জনগন জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মীরা সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করলে মাদক বিরোধী অভিযানে বিজিবি সদস্যরা আরো বেশী সফলতা অর্জন করতে সক্ষম হবো।

আরও খবর