গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ-কক্সবাজার সড়কে মিনিবাস-অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই জনসহ ৪জন নিহত হয়েছে।
উক্ত ঘটনায় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অবস্থাও আশংখাজনক বলে জানায় স্থানীয়রা।
তথ্য সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারী (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক হোয়াইক্যং ইউনিয়ন’র অন্তর্গত লম্বাবিল এলাকায় পালকী নামক যাত্রীবাহি বাসের ধাক্কায় অপর দিক থেকে আসা যাত্রীবাহি একটি অটোরিকশা (সিএনজি) দুমড়ে মুচড়ে যায়।
এরপর স্থানীয়রা এগিয়ে এসে সিএনজি আরোহী ৪ জন যাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেই ৪জন জন যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত ৪ জনের মধ্যে দুই জন এক পরিবারে সদস্য।
নিহত তিন জনের নাম পাওয়া গেছে তারা হচ্ছে,
সালামত উল্লাহ (৬৫), নজরুল ইসলাম (২৮), ১০ মাসের এক শিশু। তারা তিন জনই টেকনাফের হ্নীলা মৌলভী বাজারের মরিষ্যাগুনা এলাকার বাসিন্দা।
সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবদুল আলিম।
তিনি জানান, কক্সবাজারের টেকনাফ প্রধান সড়কে যাত্রীবাহি বাস ও অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় চার জনের মারা যাবার খবর আমরা পেয়েছি। তিনি আরো জানান উক্ত ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে সে বিষয়টি সঠিক ভাবে তদন্ত করার পর আইনি বব্যস্থা গ্রহন করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-