চট্টগ্রাম •
চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে খাটের নিচে সিলভারের পাতিলের ভেতর থেকে ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করে চট্টগ্রাম র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলেন শামসুন নাহার (৫৫) ও এরফানুল হক প্রকাশ মারুফ (২২)।
চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, ‘কর্ণফুলীর বড় ওঠান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে থাকা সিলভারের পাতিলের ভেতর থেকে ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।’
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-