গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কর্মরত কোস্টগার্ড সদস্যরা গভীর সাগর থেকে বস্তাবর্তী বিদেশী মদের চালানসহ মাদক পাচারে জড়িত ৫ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করার জন্য ৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৫টার দিকে সংবাদ ব্রিফিংয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে.কমান্ডার সাইয়েদুল মোরসালিন জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশের জলসীমা অতিক্রম করছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে সেন্টমার্টিনে কর্মরত কোস্টগার্ড সদস্যদের একটি দল অভিযানে যায়। এরপর সকাল ১১টার দিকে মিয়ানমার থেকে আসা একটি নৌকায় তল্লাশী অভিযান পরিচালনা করে বস্তাবর্তী ২০০ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
এসময় মাদক পাচারে জড়িত নৌকায় থাকা ৫ মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।
এদিকে প্রেস বার্তার মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড’র মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার (বিএন) আমিরুল হক জানান, সরকারে নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জলসীমা দিয়ে মাদক পাচার প্রতিরোধ করাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসার জন্য কোস্টগার্ড সদস্যরা সদা প্রস্তুত আছে এবং থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-