গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ শাহপরীরদ্বীপ নাফনদীর উপকূলে বিজিবির সাথে ‘কথিত’ বন্দুকযুদ্ধে নাম না জানা এক মাদক পাচারকারী নিহত।
ঘটনাস্থল থেকে ইয়াবার চালান ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবির পাঠানো প্রেস বার্তায় থেকে জানাযায়,
৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ভোর রাতের দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শাহপরীরদ্বীপ বিওপির দক্ষিনে নাফনদী সংলগ্ন গোলারচর পয়েন্ট দিয়ে দুই জন ব্যাক্তি একটি হস্তচালিত নৌকা নিয়ে অনুপ্রবেশ করছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, বিজিবির একটি দল কৌশলী অবস্থান নিয়ে নৌকায় থাকা পাচারকারীদের দাঁড়ানোর জন্য সংকেত দিলে অপরাধীরা বিজিবির নির্দেশ অমান্য করে বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরি করে। এতে বিজিবির এক সদস্য আহত হলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি বর্ষন শুরু করে। বিজিবির ছোঁড়া গুলিতে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়।
উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর পাচারকারীদের পেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে ৫২ হাজার পিস ইয়াবা ও দেশীয় তৈরী এক লম্বা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
প্রেস বার্তায় আরো জানাযায়, সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয় জেলেদের মাধ্যমে বিজিবি জানতে পারে গোলাচর উপকুলে গুলিবিদ্ধ একটি মৃতদেহ পড়ে আছে। এরপর বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করে দ্বীপে কর্মরত থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আহত বিজিবি সদস্যকে টেকনাফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিজিবির সদর দপ্তরে বিশ্রামে রাখা হয়েছে।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান সরকারের নির্দেশনা অনুযায়ী মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদক পাচার প্রতিরোধ সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা কঠোর অবস্থানে রয়েছে।
যে কোন কিছুর বিনিময়ে মাদক কারবারে জড়িত অপরাধীদের প্রতিহত হতে করতে বিজিবি সদা প্রস্তুত আছে এবং থাকবে।
এদিকে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-