নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের রামু থানাধীন হোপ হসপিটালের সামনে অভিযান চালিয়ে ২২৫ ক্যান বিয়ার উদ্ধারসহ মিনহাজুল আবেদিন নয়ন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মিনহাজুল আবেদিন নয়ন (১৯) টেকনাফের মনিরঘোনা এলাকার মোঃ জাকারিয়ার ছেলে।
র্যাব-১৫, এর সহকারী পরিচালক(মিডিয়া) সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন দক্ষিন মিঠাছড়ি ইউপিস্থ হোপ হসপিটালের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এসময় একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যা্য। পরে আসামীর সাথে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ২২৫ (দুইশত পঁচিশ) ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-