রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল তারা

ক্যাম্প ছেড়ে পালানো ২৫ রোহিঙ্গা বান্দরবানে আটক

বান্দরবান প্রতিনিধি •

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে দুর্গম ছোটবেতিতে অভিযান চালিয়ে ২৫জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে আটককৃতদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর উপজেলার দুর্গম ছোটবেতীতে বিপুলসংখ্যক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২৪ জনকে আটক করে সেনাবাহিনী। পরে আলীকদম সদরে আসার পথে কানামাঝি চেকপোস্টে আরও এক রোহিঙ্গাকেও আটক করা হয়।

অন্যদিকে, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম জোনের উপ-অধিনায়ক ও জোনাল স্টাফ অফিসার ইমতিয়াজ জামান চৌধুরীর নেতৃত্বে ভাতের মোচার ভিতর করে ২,০১৫টি ইয়াবা পাচারের সময় মেনদন পাড়া আর্মি চেকপোস্টে তল্লাশি করে ইয়াবাসহ মাংক্রাত ম্রো নামে এক পাচারকারীকে আটক করে সেনাবাহিনী।

পরে ইয়াবা পাচারকারী ও রোহিঙ্গা শরনার্থীদের শনিবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, ইয়াবাসহ আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আটক রোহিঙ্গা শরনার্থীদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে।

আরও খবর