দৈনিক হিমছড়ি পাঠকের মন জয় করেছে

নিজস্ব প্রতিবেদক •

সংবাদমাধ্যম জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাই দৈনিক হিমছড়ি  সময়ের কথা বলে, অতীতের সাথে বর্তমানের যোগসূত্র স্থাপন করে এবং ভবিষ্যত করণীয় বিষয়ে পথ দেখায়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়ে  পাঠক,  ও শুভানুধ্যায়ীগণ দৈনিক হিমছড়ি  পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানান।

২ যুগ পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করা দৈনিক হিমছড়ি পাঠকের মন জয় করেছে। পাঠক নন্দিত উক্ত দৈনিক দেশ ও দশের মনের কথা বলার পাশাপাশি স্হানীয় জনগণ,  উন্নয়ন ও মজলুমদের কথা বলে আসছে।

দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়ে সভাপতিত্ব করেন দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ।

বার্তা সম্পাদক হুমায়ুন সিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, পরিচালক সিনিয়র আইনজীবী রমিজ আহমদ ও কক্সবাজার বাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক হিমছড়ির নিজস্ব প্রতিবেদক এইচ এন আলম।

আলোচকবৃন্দ বলেন, সংবাদপত্র জাতির বিবেক ও সমাজের দর্পণ। সংবাদপত্র  সময়ের কথা বলে, অতীতের সাথে বর্তমানের যোগসূত্র স্থাপন করে এবং ভবিষ্যত করণীয় বিষয়ে পথ দেখায়। গণমানুষের বঞ্চনা ও চাওয়া-পাওয়ার কথা তুলে ধরে তাদের অধিকার প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সংবাদপত্র সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা, গণতন্ত্রকে শক্তিশালীকরণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনমত গঠনের মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনায় ইতিবাচক অবদান রাখে।

‘অবাধ তথ্য প্রবাহের যুগে দেশের  কল্যাণে সংবাদ প্রচারের সাথে  দায়িত্বও ওতপ্রোতভাবে জড়িত। দৈনিক হিমছড়ি  দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অধিকতর দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করে আসছে।

‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্মল বিনোদন ও শিক্ষামূলক সংবাদ প্রচারের পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিকাশে দৈনিক হিমছড়ি  অব্যাহত প্রয়াস চালিয়ে যাবে- এ প্রত্যাশা করেন উপস্থিত সুধীজন। তারা দৈনিক হিমছড়ির উত্তরোত্তর সাফল্যও কামনা করেন।

দৈনিক হিমছড়িকে শুভেচ্ছা  জানান, কক্সবাজার প্রেসক্লাব সেক্রেটারী ও দৈনিক কক্সবাজার’র পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, আহসান সুমন, নেছার আহমদ,  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার‘র সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেনের নেতৃত্ব, কক্সবাজার সাহিত্য একাডেমীর পক্ষে সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুল, দৈনিক মেদেহীর সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক সংসদ কক্সবাজার সিএসএস পক্ষে সভাপতি আজাদ মনছুর ও সাধারণ সম্পদক আবদুল্লাহ নয়ন, কক্সবাজারস্থ হোয়াইক্ষ্যং সমিতির পক্ষে আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হক , ড: মো: আমির হোসাইন, অধ্যাপক গিয়াস উদ্দিন চৌং, অধ্যাপক আব্দুল গফুর, এন আলম সিকদার, ডা: আব্দুস শুকুর, এড: রাশেদ হোসাইন ও ইসলাম মাহমুদ, বিআইসিএসের পক্ষে সেক্রেটারি রাশেদুল হক, ওয়ান নিউজ ডটকম সম্পাদক সলিম উল্লাহ সুজন, নির্বাহী সম্পাদক নেজাম উদ্দীন, দৈনিক সাগর দেশের সম্পাদক মোস্তফা সরওয়ার, পরিচালনা সম্পাদক এ এইচ সেলিম উল্লাহ ও সিকান্দর আবু জাফর হিরু, এটিএম নিউজের পক্ষে পরিচালক জিয়াউল করিম, এই বাংলা জেলা প্রতিনিধি মোহামুদুর রহমান মাসুদ, কক্সবাজার সময় ডটকম সম্পাদক এ এইচ সেলিম উল্লাহ,  ৯৪ ব্যাচের সংগঠন রামু ইউনিটি ৯৪ আহবায়ক নুরুল আমিন, জেলা ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এসএম সৈয়দ উল্লাহ আজাদ, সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, কক্সবাজার যাত্রী কল্যান পরিষদের সভাপতি সাংবাদিক হুমায়ুন সিকদার, সহ-সভাপতি এমইউ বাহাদুর, সেক্রেটারী এড: আবু হেনা মোস্তাফা কামাল, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা সভাপতি- এড: আবু হেনা মোস্তাফা কামাল, সেক্রেটারী শামসুল আলম শ্রাবণ, দৈনিক কক্সবাজার ৭১ সম্পাদক বেলাল উদ্দিন বেলাল, সহ- সম্পাদক নুরুল আমিন হেলালী, জাহাঙ্গীর আলম, এড: সেলিম, সাহাব উদ্দিন ও তৌহিদুল ইসলাম, এবি পার্টির জেলা আহবায়ক এড: এনামুল হক সিকদার, যুগ্ন আহবায়ক সাংবাদিক শামসুল হক শারেক, সদস্য সচিব এড: গোলাম ফারুক খান কাইছার ও জাহেদুল করিম ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া কক্স ভিউ ডটকম সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আজিজ রাসেল, সহ- সভাপতি ছৈয়দ আলম, ঈদগঁাও থানা প্রেসক্লাব ও প্রেস এসো: সহ- সভাপতি নুরুল আমিন হেলালী ও অর্থ সম্পাদক এইচ এন আলম, জাতীয় পরিবেশ মানবধিকার সোসাইটি কক্সবাজার জেলা চেয়ারম্যান এসএম সৈয়দ উল্লাহ আজাদ ও সাংগঠনিক সচিব এমএস হান্নান প্রমুখ। এছাড়া তারুণ্য সংসদ বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি তাওহীদুল ইসলাম নুরী শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন। উপস্থিত ছিলেন, চীফ রিপোর্টার ছৈয়দ আলম, নিজস্ব প্রতিবেদক ইসলাম মাহমুদ, এইচএন আলম, ব্যবস্থাপক এহতেশামুল হক ও আবুল হাসান।

আরও খবর