কুতুবদিয়া পাড়ায় ডিবির অভিযান: রোহিঙ্গা মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাহেদ হাসান •


কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ পৌরসভার পশ্চিম কুতুবদিয়া পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী) রাত অনুমানিক সাড়ে ৯ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম কক্সবাজার সদর মডেল থানাধীন পশ্চিম কুতুবদিয়া পাড়ায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫ শত ২৮ পিস ইয়াবাসহ ওই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গ্রেফতারকৃত আসামী হলেন, হাসিনা বেগম (২৮), স্বামী- আবুল হাসান, সাং-কুতুপালং, ক্যাম্প-২, ব্লক- B, উখিয়া- কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিশ্চিত করেছেন।

আরও খবর