টেকনাফ বিজিবির মনোবল চাঙ্গা করতে এলেন মহাপরিচালক মো.সাফিনুল ইসলাম

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


সীমান্তে শান্তি,সু-রক্ষা বজায় রাখার পাশাপাশি মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর ভুমিকা অব্যাহত রাখার জন্য টেকনাফ ২ বিজিবিতে কর্মরত সৈনিকদের মনোবল চাঙ্গা করতে এলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো.সাফিনুল ইসলাম।

৬ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে তিনি শাহপরীরদ্বীপ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

এদিকে মহাপরিচালকের টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন করার বিষয় নিয়ে ২ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন (পিএসসি) উপস্থিত সংবাদ কর্মিদের জানান, বাংলাদেশ-মিয়ানমার টেকনাফ সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমরা মিয়ানমার পরিস্থিতির উপর নজর রাখছি। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের মতো পরিস্থিতি এখনোও তৈরী হয়নি।

তিনি জানান, দেশের দক্ষিণ পূর্ব সীমান্তে কর্মরত সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকদের মনোবল চাঙ্গা করতে বিজিবির পরিচালক এই অঞ্চল সফর করতে এসেছেন। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি সদস্যদের সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেছেন।

তিনি টেকনাফ ২ বিজিবির সামগ্রিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সফলতা অর্জন করার জন্য অত্র এলাকার জনগন ও গনমাধ্যম কর্মিদের সহযোগীতা চেয়েছেন বলে জানান তিনি।###

আরও খবর