চট্টগ্রাম •
চট্টগ্রামের চন্দনাইশে এক লাখ ইয়াবাসহ রবিউল ইসলাম (৩৫) নামের এক পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দোহাজারী সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল পাবনা জেলার সাঁথিয়া এলাকার সামশুল হকের ছেলে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।
তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে দোহাজারী সদর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় ঢাকামুখী একটি পিকআপের গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই পিকআপের চালক রবিউলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-