নাফনদীতে নৌকা ধাওয়া করে দুই মাদক কারবারিকে ধরলো কোস্টগার্ড: ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফ কোস্টগার্ড সদস্যরা নাফনদী থেকে আবারো ইয়াবার চালানসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ৬ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের দিকে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে কর্মরত মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান।

গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফে দায়িত্বরত স্টেশন কমান্ডার লে.কমান্ডার সাইয়েদুল মোরসালিন’র নেতৃত্বে কোস্টগার্ড সদস্যদের একটি দল সাবরাং ইউনিয়নের অন্তর্গত ২নং সুইস সংলগ্ন নাফনদীর মাঝখানে মিয়ানমার থেকে আসা একটি নৌকায় তল্লাশী অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং নৌকায় থাকা ইয়াবা পাচারে জড়িত দুই ব্যাক্তিকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

আটক অপরাধীরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন বরইতলী এলাকার মোঃ ইউনুস’র পুত্র মোহাম্মদ নুর(২৪), নুর ইসলামের পুত্র মো.লিয়াকত আলী(১৮)।

তিনি আরো জানান, আটককৃত দুইজন মাদক পাচারকারীসহ পাচারকার কাজে ব্যবহৃত ডিঙ্গি নৌকাটি এবং জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর