আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
টেকনাফে র্যাব-১৫ অভিযান চালিয়ে ৫ হাজার ৯৫০ পিচ ইয়াবাসহ ২ ইয়াবা কারবারীকে আটক করেছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃত দুই যুবক হলেন, টেকনাফের হোয়াইক্যং এলাকার সমশুল আলমের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০) ও একই এলাকার নুর আলমের ছেলে নুরুল আমিন (১৮)।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের হোয়াইক্ষ্যং বাজারে কক্সবাজার-টেকনাফ সড়কের পশ্চিম পার্শ্বে মরহুম মোস্তাক আহমদ চৌধুরী মার্কেট এর ভাই ভাই মেবাইল শপে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পালিয়ে যাওয়ার প্রাক্কালে র্যাব তাদের আটক করে। পরবর্তীতে তাদের কাছে পালানোর কারণ জানতে চাইলে তাদের কাছে ইয়াবা আছে বলে জানায়। পরে ধৃত ইয়াবাকারবারীদের স্বীকারোক্তি মতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশী করে ৫ হাজার ৯৫০ পিচ ইয়াবা উদ্ধার করে।
আটককৃত ইয়াবাকারবারীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সারাদেশে বেচাবিক্রি করত।
আটক ইয়াবাকারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-