টেকনাফে ১লাখ ইয়াবাবর্তী বস্তা উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফে কর্মরত কোস্টগার্ড সদস্যরা সাবরাং উপকুল সংলগ্ন নাফনদী থেকে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাবর্তী একটি বস্তা উদ্ধার করেছে।

তবে এই ইয়াবা গুলোর সাথে জড়িত কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি তারা।
উদ্ধারকৃত ইয়াবা গুলোর মুল্য প্রায় ৩ কোটি টাকা।

অভিযানের সত্যতা নিশ্চিত করার জন্য, ৫ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালের দিকে এব্যাপারে সংবাদ ব্রিফিংয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে.কমান্ডার সাইয়েদুল মোরসালিন জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশের জলসীমা নাফনদী হতে পাচার হচ্ছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী,টেকনাফ কোস্টগার্ড সদস্যদের একটি দল গভীর রাত সাড়ে ১২ টার দিকে নাফনদে অভিযানে যায়।

কিছুক্ষন পর এক ব্যাক্তি ১টি বস্তা নিয়ে সাঁতরিয়ে বাংলাদেশ জলসীমা অতিক্রম করছে। এসময় কোস্টগার্ড সদস্যরা তাকে দাঁড়ানোর জন্য চ্যালেন্জ করলে উক্ত পাচারকারী কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্পীড বোটে থাকা কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া করলে তার সাথে থাকা ইয়াবাবর্তী বস্তাটি ফেলে কৌশলে মিয়ানমারের দিকে পালিয়ে যায় বলে জানান তিনি। তবে পাচারকারীর ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে করে তার ভিতর থেকে ১লাখ, ৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড।###

আরও খবর