ঘরেবাইরে শান্তি প্রতিষ্ঠা করে সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে হেলপ কক্সবাজার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

হেলপ কক্সবাজার উখিয়ার একমাত্র বেসরকারী উন্নয়ন সংস্থা যা ২০০১ সাল থেকে দরিদ্র পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আর্থসামাজিক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে।

এরই প্রেক্ষিতে জালিয়াপালং ইউনিয়নে বিশেষ করে নারীদের নেতৃত্ব উন্নয়নসহ, আর্থ-সামাজিক উন্নয়ন, জেন্ডার বৈষম্য হ্রাস, স্থানীয় সম্পদসমূহের সুষ্ঠু ব্যবহার, নারী নির্যাতন, বিশেষ করে পারিবারিক নির্যাতন বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা বন্ধ,পারিবারিক সহিংসতা প্রতিরোধে গ্রামীণ মহিলারা তথ্য যোগাযোগ প্রযুক্তির সেবা এবং সেবাপ্রদানকারী সংস্থা সমূহ হতে সুযোগ ও প্রাপ্ত সেবা সমূহ নেওয়া এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী কাঠামো গুলোতে নারীর প্রবেশাধিকার প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

এছাড়াও পারিবারিক সহিংসতা প্রতিরোধ কমিটি গঠন, বিনামূল্যে আইন সহায়তা সেবা সর্ম্পকে ধারনা প্রদান,পারিবারিক বিরোধ নিরসনে স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম ও সভা করে আসছে।

তারই ধারাবাহিকতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামুলক উঠান বৈঠকের মাধ্যমে জালিয়াপালং ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পারিবারিক সহিংসতার ব্যাপারে সচেতন হওয়ার জন্য মহিলা, কিশোর-কিশোরীদের নিয়ে ৬০টি উঠান বৈঠক আয়োজন করা হয়।

উক্ত উঠান বৈঠকগুলোতে এলাকার মহিলারা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করে এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন আইন, যৌতুক, বিবাহ চুক্তি ও পারিবারিক সহিংসতার বিষয়ে সচেতন হয়ে সমাজের পুরাতন ধারনাগুলোর বিপরীতে তাদের নতুন ধারণা পেশ করে। তারা স্ব-স্ব অবস্থানে বাল্যবিয়ে না দেয়া ও যৌতুক আদান প্রদান না করার জন্য প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।

এছাড়াও উঠান বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধে অংশগ্রহণকারীরা সমাজে নারী পুরুষের বৈষম্য সম্পর্কে স্বচ্ছ ধারনা লাভ করে এবং এর ফলে সহিংসতা কিভাবে সৃষ্টি হয় তা জানতে পারে ও করনীয় সম্পর্কে সচেতন হয়। তারা পিতৃতন্ত্র এর ক্ষতিকর প্রভাব সর্ম্পকে এবং নারী নির্যাতনের বিভিন্ন ক্ষেত্র সর্ম্পকে ধারনা লাভ করে। এতে অংশগ্রহণকারীগণ সচেতনতা সৃষ্টির মাধ্যমে তারা নারী নির্যাতন প্রতিরোধে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়।

হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, স্বাধীনতার পর থেকে নারীর জীবনমানে অকল্পনীয় পরিবর্তন এসেছে। কিন্তু এই সময়ে নারীর প্রতি সহিংসতা তো কমেইনি বরং নিত্যনতুন কৌশল ও পন্থায় নারীর প্রতি পাশবিকতা এবং নির্যাতনের মাত্রা বেড়েছে’

পুরুষের পাশাপাশি সমানতালে এগিয়ে যাওয়া বা অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে বিগত দুই দশকে দেশের নারীরা দারুণ এগিয়েছে। কর্মক্ষেত্রে অনেকেই অর্জন করছেন ঈর্ষণীয় সাফল্য। তবে শত সাফল্য ও প্রশংসার গল্প থাকলেও নারী নির্যাতন বা জেন্ডার ভিত্তিক সহিংসতার ইস্যুতে এখনও কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না।

তাই পারিবারিক সহিংসতা কমিয়ে আনার লক্ষ্যে এবং সমাজে নৈতিকতা ও অনৈতিকতা চিহ্নিত করার জন্য এধরনের কার্যক্রম গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

এছাড়াও নির্যাতিত নারীদের সেবা নিশ্চিত করতে, পারিবারিক সহিংসতা প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে সম্প্রীতি বজায় রেখে সোহার্দ্ধপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি আশা করেন, এতে বেশিরভাগ ক্ষেত্রেই বিপদাপন্ন নারী উপকৃত হন এবং এখানে অর্জিত অভিজ্ঞতা সবার মাঝে ছড়িয়ে যাবে। এতে নির্যাতিত নারীরা তাদের ন্যায্য অধিকার সর্ম্পকে সচেতন হয়।

আরও খবর