জাহেদ হাসান •
উখিয়া থানা পুলিশ কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী)রাত অনুমানিক১০.৫০ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম উখিয়া থানাধীন রত্নাপালং ইউনিয়নের কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৭ লিটার ৫ পাচঁশত গ্রাম চোলাই মদসহ ৫ জনকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী ১। রবীন্দ্র শর্মা(৪৫), পিতা- মৃত ধীরেন্দ্র লাল শর্মা, ২। মোঃ আরাফাত (৩৫), পিতা- সৈয়দ হোছাইন, ৩। মোঃ আবুল কালাম (৩৫), পিতা-মৃত ফয়েজুর রহমান, ৪। নরুল আমিন (৩৫), পিতা- দেলোয়ার হোসেন, ৫। নুরুল আলম(২৩), পিতা- ইয়াকুব নবী, সর্বথানা-উখিয়া- কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে উখিয়া থানা পুলিশ নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-