মাদকে সয়লাব কক্সবাজার: ইয়াবাসহ যুবক আটক

জাহেদ হাসান •

কক্সবাজার সদরের পর্যটন জোনের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চৌফলদন্ডীর ইউনিয়নের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

সোমবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক তায়রীফুল ইসলাম এর নেতৃত্বে কলাতলী লাইট হাউস এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ পিস ইয়াবাসহ চৌফলদন্ডীর ৯ নং ওয়ার্ডের পুকুরিয়া ঘোনার বজল আহম্মেদ এর ছেলে মোঃ ছোটন কে আটক করে।

আটককৃত আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে,এবং মাদক নির্মূলে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক সোমেন মন্ডল।

আরও খবর