ইমাম খাইর •
কক্সবাজার সদরের ঝিলংজা ইসলামাবাদ থেকে বেলুজা বেগম (৩৮) নামের নারীকে ৫০ পুরিয়া গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক নারী ওই এলাকার হামিদুল্লা প্রকাশ রিয়াজুর স্ত্রী।
বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে এই সংবাদ জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
তার দেয়া তথ্য মতে, মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকার ৫টার দিকে উপপরিদর্শক তায়রীফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
এ ঘটনায় উপপরিদর্শক নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদক নির্মূলে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোমেন মন্ডল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-