নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারে ২৩ কেজি গাঁজাসহ এক দম্পতি আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার সদরের লিংরোড এলাকায় এ অভিযান চালিয়ে ওই দুইজনকে গাঁজাসহ আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের কলাতলীর ঝিরঝিরিপাড়ার মৃত মনির আহমদের ছেলে আবুল কাশেম (৩৫) ও তার স্ত্রী মৃত সৈয়দ হোসেনের মেয়ে রহিমা খাতুন।
র্যাব কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে গাঁজা সরবারহ করে আসছিল তারা। চট্টগ্রাম থেকে এক ব্যবসায়ী থেকে গাঁজা আনার পর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতো তাদের চক্রটি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংরোড অংশে তল্লাশিকালে মারসা নামে একটি বাসে করে আসার সময় তাদের এসব গাঁজাসহ আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-