গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রভাবে কোটি কোটি টাকা রাজস্ব আয়ের অন্যতম স্থান টেকনাফ স্থলবন্দরে গত দুই দিন ধরে মিয়ানমার থেকে পণ্য বোঝাই কোনও ট্রলার আসেনি।
২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজের আওতায় কোনও আমদানি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থল বন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘মিয়ানমারে অভ্যুত্থানের পর সেদেশের মংডো ও আকিয়াব এই দুই জায়গা থেকে পণ্যের চালানবোঝাই কোনও ট্রলার আসেনি। এক সপ্তাহ পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’
স্থলবন্দরের শ্রমিকদের মাঝি নুরু বলেন, প্রতিদিন মিয়ানমার থেকে পণ্য বোঝাই দুই-তিনটি ট্রলার এসে থাকে। কিন্তু গত দুই দিন ধরে কোনও ট্রলার আসেনি। অন্যদিন সে দেশের মাঝিমাল্লাদের সঙ্গে কথা বলা সম্ভব হলেও আজ ফোনে কথা বলা যায়নি।’
টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল আমিন বলেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থান এবং সুচিকে গ্রেফতার হওয়ার পর থেকে সেই দেশের মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। গত দুই দিন ধরে স্থলবন্দরে পন্য বোঝাই কোন ট্রলার আসেনি।
এদিকে গত কয়েকদিন ধরে মিয়ানমার থেকে গবাদিপশু বোঝাই কোন ট্রলার আসেনি বলে জানিয়েছেন টেকনাফ গবাদিপশু আমদানি কারক শাহপরীরদ্বীপ করিডোরের সভাপতি সাংবাদিক আবদুল্লাহ মনির।
তিনি জানান,মিয়ানমারে সেনা অভ্যুত্থান হওয়ার পর থেকে গরু বোঝাই কোন ট্রলার আসেনি।আরও কতদিন পশু আমদানি বন্ধ থাকবে তার সঠিক তথ্য নিশ্চিত করা যাচ্ছে না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-