১০টি আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত জকিরের দুই সহযোগীকে আটক করলো র‍্যাব

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

টেকনাফের দমদমিয়া থেকে ১০ টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

সোমবার (১ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে দমদমিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুচনী রোহিঙ্গা শিবিরের সৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)। তারা দুইজনই জকির গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন র‌্যাব। বদি আলম রোহিঙ্গা দুর্ধর্ষ ডাকাত জাকিরের শ্যালক।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা দুর্ধর্ষ ডাকাত জাকিরের শ্যালক বদি আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অপারেশন পরিচালনা করে জাকির ডাকাতের অন্যতম সহযোগী সৈয়দ হোসেন কে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় ।

পরবর্তীতে সৈয়দ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে জকির গোপন অস্ত্রের সন্ধান দেয়। প্রথমে ২ টি এবং পরবর্তীতে টেকনাফের গভীর পাহাড়ে মাটির নিচে ড্রামের ভিতর বাকি আটটি অস্ত্র পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে তাদের হেফাজতে রেখে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করে এবং নিজেরাও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করে।

আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর