চট্টগ্রাম •
চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৬ হাজার ১১৫ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রবিবার (৩১ জানুয়ারি) পটিয়া ও আনোয়ারা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সিরাজ (৩৮), ওমর ফারুক (২১), গফুর আলম (২৬), আমজাদ হোসেন (৪২), জিয়াবুল হক (৪২), মুহাম্মদ ইউনুচ (৪৫) ও মো. ইছহাক (৪৩)।
সোমবার (১ ফেব্রুয়ারি) পৌনে ১টায় বিয়ষটি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, রবিবার দুপুর ১টায় পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এ সময় দুটি ট্রাক থেকে পালানোর সময় ৫ জনকে আটক করা হয়। পরে ট্রাক দুটির চালকের আসনের নিচ থেকে লুকানো অবস্থায় ১৭ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একইদিন আনোয়ারা উপজেলার চুন্নপাড়া দইলার বাড়ি এলাকায় মোহাম্মদ ইউনুছের বসতঘরে অভিযানে চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। পরে ইউনুচের ঘরের আলমিরার ভেতর থেকে ১০ হাজার ৬৩৫ ইয়াবা জব্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-