বন্ধুকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরল নয়ন

বান্দরবান •


বান্দরবানের সদরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নয়ন বড়ুয়া (৩৫)। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়ুয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন বান্দরবানের ৫ নম্বর ওয়ার্ডের সুনীল বড়ুয়ার ছেলে। তিনি ওই প্রাইভেটকারটির চালক ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে বন্ধুদের নিয়ে বান্দরবানের রোয়াংছড়ি থেকে অপর বন্ধুকে আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ুয়ার টেক এলাকায় তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে নয়নসহ তার পাঁচ বন্ধু আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

দুপুরে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন জানান, নিহত নয়নের লাশ বান্দরবান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আরও খবর