মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি •
দুই দিনের সফরের প্রথম দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে ১২টি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (৩০ জানুয়ারী) সকাল ১০টায় দৌছড়ি ইউনিয়নে এলজিইডি ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্যমন্ত্রী।
বক্তব্যে তিনি বলেন- সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে খুবই আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠির উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এতদাঞ্চলে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে বর্তমানে কয়েক’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে এবং হচ্ছে। ইউনিয়নের বাকী এলাকা গুলোতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ সময় পার্বত্যমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা-উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া শনিবার সন্ধ্যা ৬টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে প্রাথমিক শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান ও সাংস্কৃতি অনুষ্টানে যোগদান সহ রবিবার নাইক্ষ্যংছড়ি সদরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করে বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ত্যাগ করার কথা রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-