টেকনাফে ১৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার,শীর্ষ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

চট্রগ্রাম র‍্যাব-৭ কর্মরত সদস্যরা ২ লাখ,টেকনাফ ৬৪ হাজার ইয়াবার বৃহৎ চালানসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবা গুলোর আনুমানিক মুল্য ১৩ কোটি ২০ লক্ষ টাকা।

আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, মৃত নজির আহাম্মদ’র পুত্র মো. আব্দুর রশিদ (৩৬) আব্দুর রহমান’র পুত্র আব্দুল হামিদ (২৬)।

২৯জানুয়ারী (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আটক আসামীদের তথ্য অনুযায়ী টেকনাফ সদর ইউনিয়ন হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক অপরাধীদের লুকিয়ে রাখা ইয়াবার বৃহৎ চালানটি উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার আরো জানান, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাবব-৭ জানতে পারে ইয়াবার বড় একটি চালান পাচার করার জন্য মজুদ করেছে।

সেই তথ্য অনুযায়ী র‍্যাবের একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত দুই অপরাধীকে আটক করে। এরপর আটক আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে মজুদ করে রাখা ২,৬৩,৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দুই অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর