চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবাসহ ইমতিয়াজ (২৩) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমতিয়াজ উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে জানান, খবর পেয়ে ফকিরাখালী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় চার’শ পিস গোলাপি রঙের ইয়াবা। আটক ইমতিয়াজের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে বলেও জানান সুমন কান্তি দে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-