পর্যটকদের উত্যক্ত ও হয়রানি: ৫২ কিশোর আটক

ডেস্ক রিপোর্ট •

রাজধানীর বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হাতিরঝিল থেকে বেড়াতে আসা নাগরিকদের হয়রানি ও উত্যক্তের অভিযোগে ৫২ কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ জানুয়ারি) হাতিরঝিলের আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ১৬ জনকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ।

পুলিশের সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের ফেসবুক পেজে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। হাতিরঝিল এলাকায় সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে। পরে মঙ্গলবার প্রথমে ১৬ জন ও পরে বুধবার আরও ৫২ জনকে আটক করা হয়।

পূর্বে কোন মামলার আসামি না হওয়ায় মঙ্গলবার আটককৃত ১৬ কিশোরকে মা-বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা গণমাধ্যমকে জানান, হাতিরঝিলে অবসর সময় কাটাতে আসা মানুষের বিনোদনকালীন স্বস্তিদায়ক করার লক্ষ্যে বুধবার (২৭ জানুয়ারি) থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে।

আরও খবর