তৃতীয় দফায় ৩ হাজার রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক •

তৃতীয় দফায় স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যেতে রাজি হয়েছেন আরো প্রায় তিন হাজার রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে আজ বৃহস্পতিবার নোয়াখালীর ভাসানচরে যাবেন তারা।

ভাসানচরে যেতে ইচ্ছুক এসব রোহিঙ্গা এরই মধ্যে উখিয়া কলেজ ও কক্সবাজার -টেকনাফ সড়ক সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে রয়েছেন। স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের চট্টগ্রাম জেটি ঘাটে নিয়ে যেতে অর্ধশতাধিক বাস ও মালবাহী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন ১১ লাখের অধিক রোহিঙ্গা। এসবের মধ্যে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা সংশ্লিষ্ট ক্যাম্পে সরকারি কর্মকর্তার (সিআইসি) কাছে তালিকা জমা দিয়েছেন।

রোহিঙ্গা শেড মাঝি সৈয়দ হোসেন জানান, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য নাম দিয়েছে কুতুপালং ডব্লিউ ফোর ইস্ট ক্যাম্পের ১৩০ পরিবার।

৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় দফায় গত ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ভাসানচরে যাওয়ার পর থেকে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এরই মধ্যে তারা সেখানে পিকনিকও করেছেন।

আরও খবর