কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজার সদর হাসপাতালে আগুন, ছুটছেন রোগীরা
কক্সবাজার জেলা সদর হাসপাতালে আগুন লেগেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা। ইতিমধ্যে অধিকাংশ রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নিয়েছেন স্বজন ও দমকলকর্মীরা।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতালের ২য় তলার একটি রুম থেকে আগুনের ঘটনা ঘটলেও আগুনের সূত্রপাত এখনো অজানা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-