চসিকে ভোট: হঠাৎ আলোচনায় ‘বহিরাগত’ ও ‘কালো টাকা’

সমকাল •

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভোটে ‘বহিরাগত’ ও ‘কালো টাকা’ নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই। ভোটের দিনের আগে মঙ্গলবার রাতে এমন উদ্বেগ ছড়িয়ে পড়ে। দু’দলই এক অন্যের বিরুদ্ধে তোলে অভিযোগ। তবে পরিস্থিতি এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রেজাউল করিম বলেছেন, কেন্দ্র দখল করতে সাতকানিয়া-লোহাগাড়াসহ জামায়াত অধ্যুষিত এলাকা থেকে বহিরাগতদের নগরীতে জড়ো করেছে বিএনপি। রাত বাড়তেই ভোটারদের কাছে বিলি করছে টাকা।

আর বিএনপি দলীয় প্রার্থী ডা. শাহাদাত হোসেনের অভিযোগ, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে বহিরাগত এনে আওয়ামী লীগ কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে রাতে ভোট কেনার অভিযোগও আনেন তিনি।

বহিরাগত নিয়ে উভয় প্রার্থীর এমন অভিযোগে বিব্রত নির্বাচন কমিশন। কেন্দ্র ও এর আশপাশের এলাকায় বহিরাগত আছে কিনা, অবৈধভাবে কেউ টাকা ছড়াচ্ছেন কিনা তা সংশ্লিষ্ট থানার ওসিদের খতিয়ে দেখতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান সমকালকে বলেন, ভোটের আগের রাতে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। তারপরও নগরের হোটেলগুলোতে যদি কোন বহিরাগত থাকে তাহলে তা যাচাই করতে বলেছি সংশ্লিষ্ট থানার ওসিদের। ভোটের দিন সবাইকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলেছি। বহিরাগত থাকলে তখন সঙ্গে সঙ্গে তাকে শনাক্ত করা সহজ হবে।

টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউই নন। আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকেও বিভিন্ন স্থানে দায়িত্বপালন করছে। এ ধরনেরর কোনও ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি দলীয় প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘গত মেয়র নির্বাচনের সময়ও জেলার বিভিন্ন উপজেলা থেকে বহিরাগত নেতাকর্মীদের এনে কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ। এবারও একই পথে হাঁটছে তারা। নগরীর বিভিন্ন হোটেল ও মেসে বহিরাগত অবস্থান করছে। ভোটের দিন সকালেই এরা কেন্দ্র দখল করবে বলে খবর আছে আমাদের কাছে। নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু এখন পর্যন্ত্ম দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি তারা। উল্টো কমিশনের সামনেই ভোটের আগের রাতে দেদারছে টাকা বিলাচ্ছে আওয়ামী লীগ।’
জামায়াত-শিবিরের নেতাকর্মী জড়ো করা নিয়ে আ’লীগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরের যারা স্থায়ী বাসিন্দা তাদেরও বিএনপি করার অপরাধে এলাকায় থাকতে দিচ্ছে না পুলিশ। সেখানে আমাদের বহিরাগত জড়োর অভিযোগ হাস্যকর।’

তবে বিএনপির দাবি নাকচ করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সহিংস করার চেষ্টা করছে বিএনপি। ভোট থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে তারা। এ জন্য জামায়াত-শিবির ক্যাডারদের নগরে এনেছে বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপারটি জানানো হয়েছে। নির্বাচন কমিশনকেও অবহিত করেছি বহিরাগতদের ব্যাপারে ব্যবস্থা নিতে। নিম্নবিত্ত মানুষদের কাছে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগও পাচ্ছি বিএনপির বিরুদ্ধে। এটিও কমিশনকে জানানো হয়েছে।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, ‘বহিরাগত ঠেকানোর একটা পথ হচ্ছে এনআইডি কার্ড। ভোটার শনাক্ত করা যাবে তার এনআইডি কার্ডের মাধ্যমে। এনআইডি কার্ড যার কাছে থাকবে তিনি এখানকার সম্মানিত ভোটার। তবে বয়স্ক নারী কিংবা বৃদ্ধ লোককে আমরা এজন্য আটকাবো না। আপনারা জানেন নির্বাচনে সাধারণত কারা শক্তি প্রদর্শন করে থাকে, তাদের জন্য এ বার্তা।’

কেউ আইনশৃঙ্খলার জন্য হুমকি হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও খবর