৫ম বারের মত জেলা শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন ওসি মুহাম্মদ আলমগীর

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি •

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগনের নিরাপত্তা সহ একাধিক প্রশংসনীয় অভিযানে অবদান রাখায় ৫ম বারের মত বান্দরবান জেলা শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। এ জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ও পুরুস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকালে জেলা পুলিশ কল্যাণ সভা শেষে পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম তাকে পুরুস্কার তুলে দেন।

শ্রেষ্ঠ অফিসার নিবার্চিত হওয়ার এক প্রতিক্রিয়ায় মুহাম্মদ আলমগীর হোসেন বলেন- জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশকে জনতার পুলিশ হিসেবে জনগনের সেবায় নিয়োজিত রেখেছি। এ অর্জন সমগ্র নাইক্ষ্যংছড়িবাসীর। শ্রেষ্ঠ অফিসার মনোনীত করায় তিনি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকান্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফলতা অর্জন সহ বিভিন্ন কার্যক্রম সুষ্ট সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে পালন করেন।

আরও খবর