খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ: কক্সবাজারে ৩টি রেস্তোরাঁকে জরিমানা

ইমাম খাইর •


অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং খাদ্যে নিষিদ্ধদ্রব্য মিশ্রণের অপরাধে ৩টি রেস্তোরাঁকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এতে নবান্ন রেস্তোরাঁ ১০ হাজার, কাঁচা লংকা রেস্টুরেন্ট ২০ হাজার এবং আইবিচ রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা।

সোমবার (২৫ জানুয়ারি) অভিযানে এই দণ্ড প্রদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।

তাছাড়াও মাস্ক ছাড়া রাস্তায় চলাচলকারী জনগণকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

কক্সবাজার পৌরসভায় আনসার বাহিনীর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলে জানান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।

আরও খবর