মোবাইল কোর্ট অভিযান: রামুতে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

জাহেদ হাসান •


কক্সবাজারের রামু খুনিয়াপালংয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সরওয়ার উদ্দিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার যৌথ অভিযান পরিচালনা করে ৩ জন খুচরা মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে।

রবিবার (২৪ জানুয়ারী)দিনব্যাপী রামু উপজেলার উত্তর খুনিয়াপালংয়ে অভিযান পরিচালনা করে ৩ জন খুচরা মাদক বিক্রেতাকে ইয়াবাসহ আটক করে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন ১ জনকে ১ বছর ও অপর ২ জনের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

আসামীরা হলেন, মোঃ ইউসুফ আলী (৩২) পিতা-মোঃ আঃ মালেক,সাং-দক্ষিন মিঠাছড়ি,সমিতি পাড়া,থানা-রামু,তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড করা হয় ও সাদ্দাম হোসেন (২৪),পিতা-জাগির হোসেন,সাং-উত্তর খুনিয়াপালং স্কুল পাহাড়-রামু,তাকেও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয় এবং মোঃ হাসানুল্লাহ (৩৫)পিতা,মোশারফ আলী,সাং উত্তর খুনিয়াপালং, স্কুল পাহাড়, রামু,তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়।

আরও খবর