যেই কথা সেই কাজ: উখিয়ায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান, জরিমানা

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারে উখিয়ায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

২৪ জানুয়ারি (রবিবার) সকাল ১১টার দিকে
কোটবাজার স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিগত সভার সিদ্ধান্ত অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান ইউএনও নিজাম উদ্দিন আহমদ।

এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান ও উখিয়া থানার ওসি আহম্মদ সঞ্জুর মোরশেদ।

এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে ৩৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, বেশ কিছুদিন যাবত এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। স্টেশন গুলোতে ফুটপাতের উপর অবৈধ দোকানপাট ও অবৈধ পার্কিং কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। আজ বাধ্য হয়ে জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, আবার যেন নতুন করে কেউ ফুটপাত দখল করে পথচারী ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখতে জনপ্রতিনিধিসহ সকলকে সতর্ক করে দেন।

জনভোগান্তি লাঘবে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, ভুক্তভোগী জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসারের এ অভিযানকে সময়োপযুগী সিদ্ধান্ত মনে করে সাধুবাদ জানিয়েছেন।

আরও খবর