বান্দরবানে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল ২ যুবকের

বান্দরবান প্রতিনিধি •


বান্দরবানের আলীকদমে বন্যহাতির হাতির পায়ে পিষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার রেফার ফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন জুবায়ের (২৪) নামের আরও একজন। তাকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন উপজেলার নুরুল কবিরের ছেলে মো. মনছুর আলম (১৯) ও মোহাম্মদ হোসেনের ছেলে হুমায়ুন কবির (১৭)। ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মেম্বারপাড়া এলাকায় ৬-৭টি বন্যহাতি লোকালয়ে হানা দেয়। এ সময় হাতি তাড়াতে গিয়ে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও খবর