টেকনাফের হারুণ ইয়াবাসহ চন্দনাইশে আটক: পিকআপ জব্দ

জাহেদ হাসান •


চট্রগ্রাম চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী)বিকাল সাড়ে ৫ টার দিকে
চন্দনাইশ থানাধীন দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হালিম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ দোহাজারী পৌরসভাধীন ডিডিএল টাওয়ারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে চট্রগ্রাম গামী একটি পিকআপ গাড়ি তল্লাশী করে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ চালকে আটক করে।

আসামী মোঃ হারুন(২৭), পিতা-মোঃ জালাল উদ্দিন, মাতা-জুলেখা বেগম, সাং-দক্ষিণ লম্বরী, থানা-টেকনাফ-কক্সবাজার।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে এ সংক্রান্তে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আরও খবর