মহেশখালীতে সিলিন্ডার বিস্ফোরণে ছিন্নভিন্ন শিশুদের শরীর, নিহত-৩

আবদুর রাজ্জাক •

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বেলুনে গ্যাস ভরতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ওই ইউনিয়নের মিয়াজী পাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের পুত্র আহসান (১২), বলির পাড়া গ্রামের আজিজুল হকের পুত্র এরশাদ (১০) ও  বেলুন বিক্রেতা হারবাং চকরিয়া এলাকার জসিম (৩৫)।
আহতরা হলেন- মাতারবাড়ী বলির পাড়া রাজঘাটের কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২) ,কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ (১২), মাতারবাড়ী সিকদার পাড়া ফরিদুল আলম সাদেকুল ইসলাম রাহাত (১৩), একই এলাকার মগডেইলে আব্দুল মন্নান মোঃ নুরী (১৩), একই এলাকার সিকদার পাড়া আব্দুল মোনাফ তুহিন (১৪) একই এলাকার পশ্চিম সিকদার পাড়া বদনের পুত্র জয়নাল (১২), একই এলাকার সিকদার পাড়ার জসিমের পুত্র শেকাব উদ্দীন (১৫) শাপলাপুর ষাইটমারার নুরুল হকের পুত্র আক্কাস (১৮) শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের পুত্র নুরী (১৫)।
জানা যায়, উপজেলার মাতারবাড়ী আজিজুল উলুম মাদ্রাসায় চলছে ২দিন ব্যাপী বার্ষিক সভা। শুক্রবার ছিল শেষ দিন। সভায় মালামাল বিক্রির জন্য স্থান করে দেয়া হয়েছে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়েন মাঠে। এতে দূরদূরান্ত থেকে আসা বেলুন বিক্রেতারা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এতে ঘটনাস্থলেই ১ জন এবং চিকিৎসাধীম অবস্থায় আরো ২ জন মারা যায়। এই ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেক শিশু যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা৷
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা হতাহতের উদ্ধার ও ঘটনার বিস্তারিত জানার কাজ চলছে৷
মহেশখালী থানার ওসি আব্দুল হাই ঘটনাস্থলে পরির্দশন করেছেন। তিনি বলেন, এমন ঘটনায় আমি নিজে মর্মাহত।

আরও খবর