গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বিপিএম (বার) সপরিবারে এক দিনের ব্যাক্তিগত সফরে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করতে এসেছেন।
সূত্র জানায়,২১জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে মহাপরিদর্শক বেনজির আহামেদ পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ সপরিবারে সেন্টমার্টিনে এসে পৌঁছেন। এসময় সাথে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ মুসলিম (পিপিএম), কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান,টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন’র এসপি মোঃ জিল্লুর রহমান, টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমানসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দরা।
দ্বীপে পৌছার পর ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন জেলা পুলিশ সুপার, টেকনাফ মডেল থানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান।
এরপর সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যদের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। তিনি নবনির্মিত সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির অফিসার্স মেস পরিদর্শন করেন।
এরপর তিনি পর্যটন রাণী প্রবালদ্বীপ সেন্টমার্টিনের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
সূত্রে আরো জানা যায়,বৃহস্পতিবার রাত্রিযাপন ও ভ্রমণ শেষ করে ২২ জানুয়ারি শুক্রবার বিকালের দিকে সেন্টমার্টিন ত্যাগ করবেন তিনি।
ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান,পুলিশের আইজিপি মহোদয় সপরিবারে দ্বীপে এসে পৌছলে পুলিশ ও দ্বীপবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় জানানো হয়েছে। তিনি রাত্রিযাপন করার জন্য দ্বীপে নবনির্মিত পুলিশ ম্যাচে অবস্থান করেছেন।
তিনি সকালের দিকে দ্বীপটা ঘুরে-ফিরে দেখার পর বিকালের দিকে রওয়ানা দেবেন বলে জানা গেছে।
মহাপরিদর্শক’র দ্বীপের এক দিনের সফর করার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, আমাদের মহাপরিদর্শক বেনজির আহমেদ বিপিএম (বার) স্যার সপরিবারে সেন্টমার্টিন সফরে এসেছেন।
তিনি প্রবালদ্বীপ সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এরপর তিনি দ্বীপে আগত ভ্রমন পিপাষু দেশী-বিদেশী পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রদান করার জন্য প্রবালদ্বীপে কর্মরত পুলিশ সদস্যদের আহবান জানান।###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-