কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার সদর উপজেলা ইসলামাবাদে প্রাইভেট নোহার ধাক্কায় মটর সাইকেল চালক নিহত এবং অপর এক জন আহত হয়েছে।

২১ জানুয়ারী সকাল ৮ টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ খোদাই বাড়ী এলাকায় রাসেদ ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

জানাযায়,জানা যায়, কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম মুখী প্রাইভেট নোহা বর্নিত ইউনিয়নের এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় শিকার হয়। এতে ১ জন নিহত এবং আরেক এক জন আহত হয়। খবর পেয়ে স্থানীয় জনতা এবং পুলিশ আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করুন। আহত ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম সড়ক দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আরও খবর