মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •
চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ গিয়াস উদ্দিন (৫২) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে মাতামুহুরীর পালাকাটা রাবারড্যাম পয়েন্ট থেকে নিখোঁজের ৩৭ ঘন্টা পর লাশটি উদ্ধার করা হয়। তিনি একই উপজেলার বদরখালী ইউনিয়নস্থ ৩ নম্বর ব্লকের সিরাজ আহমদের ছেলে।
পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, ডুবুরি ও পানি উন্নয়ন বোর্ডের লোকজন নিখোঁজ ব্যক্তির উদ্ধার তৎপরতা চালায়। নিহতের পারিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার গিয়াস উদ্দিন ও নুরুল আবচার নামের দু’জন মাতামুহুরী নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এদিন সন্ধ্যা ৭ টায় পালাকাটা রাবারড্যামে পানির প্রবল স্রোতে জাল ফেলতে গিয়ে নৌকা উল্টে দু’জনই পানিতে ডুবে যায়। নুরুল আবচার সাঁতরিয়ে কোনমতে নদীর তীরে উঠে আসতে সক্ষম হলেও গিয়াস উদ্দিন তলিয়ে যান।
পরে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশে ডুবুরি দল, ফায়ারসার্ভিস, থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যায়। নিখোঁজের দু’দিন পর বৃহস্পতিবার সকাল ৯ টায় রাবারড্যামের পাশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি উদ্ধার কাজে নিয়োজিত দলকে অবগত করেন তারা। পরে থানা পুলিশের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের মাতামুহুরী নদীতে নিখোঁজ জেলে গিয়াস উদ্দিনের মৃতদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-