কোটবাজারে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় জাতীয় ক্বেরাত সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি •

জাতীয় ক্বেরাত সম্মেলন সংস্থা উখিয়া উপজেলার আয়োজনে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় কোটবাজার দক্ষিণ স্টেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় জাতীয় ক্বেরাত সম্মেলন। উক্ত ক্বেরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন রাজাপালং এমইউ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম আবুল হাসান আলী। দিনব্যাপী ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। ক্বেরাত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

প্রধান ক্বারী থাকবেন সর্বোচ্চ সনদপ্রাপ্ত শ্রেষ্ঠ ক্বারী, আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা(ইক্বরা)’র সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। প্রধান শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি গানের সুরের সম্রাট শিল্পী মশিউর রহমান।
ক্বেরাত সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোঃ যাকারিয়া ও হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ ক্বারী হিসেবে ভারত,শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকে বিখ্যাত হাফেজ,ক্বারীগণ উপস্থিত থাকবেন।
উক্ত ক্বেরাত সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন যথাক্রমে সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী,রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক,সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আবুল ফজল, কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ, উখিয়া প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন সহ গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।

উক্ত বিশাল ক্বেরাত সম্মেলনে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ক্বেরাত সম্মেলন আয়োজক কমিটির উপদেষ্টা নুরুল হুদা, সভাপতি মোঃ সেলিম কাইসার, মাহমুদুল করিম ও সাংবাদিক শফিউল শাহীন সহ নেতৃবৃন্দরা।

আরও খবর