উখিয়ার রত্ন ডা: শংকর বড়ুয়া’র জন্মদিনে শুভেচ্ছা

কক্সবাজারের উখিয়ার কৃতি সন্তান জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রাম থেকে বেড়ে উঠা ডা. শংকর বড়ুয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ওয়েষ্ট রত্না ডায়নামিক এসোসিয়েশন।

ওয়েষ্ট রত্না ডায়নামিক এসোসিয়েশন এর পক্ষ থেকে উপদেষ্টা মধু বড়ুয়া জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুক ওয়ালে লিখেন ‘চারদিকে ঘন অন্ধকারে ও প্রতিহিংসার চাদরে ঢাকা সমাজে এক আলোর মশালের নাম ‘ডাঃ শংকর বড়ুয়া’ (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) উনার শতব্যস্ততার মাঝেও চরম দুঃসময়ে উখিয়াবাসী পেয়েছে পরম মমতার প্রতিমূর্তি রূপে, সাহস পেয়েছে, শক্তি পেয়েছে উনার দিক নির্দেশনায়। প্রিয় শ্রদ্ধেয় দাদার স্বর্ণজ্জ্বল জন্মদিনে জানাই আমাদের গভীর শ্রদ্ধা।

কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শংকর বড়ুয়ার বাকি জীবনটা শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি।

শুভেচ্ছান্তে
মধু বড়ুয়া
উপদেষ্টা
ওয়েষ্ট রত্না ডায়নামিক এসোসিয়েশন।

আরও খবর