টেউয়ের সঙ্গে ছবি তুলতে গিয়ে লাফ, হৃদরোগে পর্যটকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট •

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবলু মিয়া(৩২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের জিড়ো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া বাবলু মিয়া ঝিনাহদহ সদর থানার ধোপাকাঠা গ্রামের মুসলিম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বাবলু মিয়া ৫০ জনের এক পিকনিক দলের সঙ্গে কুয়াকাটায় আসেন। সকালের নাস্তা খেয়ে বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন ভ্রমণসঙ্গীর সঙ্গে বাবলু সমুদ্রে গোসল করতে যান। এ সময় সঙ্গীদের একজন তার ছবি তুলছিলেন। এক পর্যায়ে ঢেউয়ের সাথে ছবি তুলতে গিয়ে বাবলু মিয়া লাফ দিলে পানিতে তলিয়ে যান। ওই সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয় পর্যটকসহ তার সহযোগীরা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন। পিকনিকে তার ছেলে মাহিমও ছিল। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, দুই মাস আগেও নিজ বাসায় বাবলু অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

আরও খবর