টেকনাফ নাফনদীর উপকূল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফের নাফনদীর কিনারা হতে অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

তথ্য সূত্রে জানাযায়, ২০ জানুয়ারি বুধবার সকালের দিকে স্থানীয় জনগনের মাধ্যমে পুলিশ জানতে পারে টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া রেস্ট হাউস সংলগ্ন নাফনদীর কিনারায় একটি লাশ ভাসছে।

উক্ত সংবাদের তথ্য সকাল সাড়ে ১০টার দিকে অনুযায়ী টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে অত্র এলাকার যুবকদের সহযোগীতায় ভেসে আসা লাশটি উদ্ধার করতে সক্ষম হহয়। এসময় সীমান্ত প্রহরী বিজিবি টহল দলের বেশ কয়েক জন সদস্য উপস্থিত ছিল।

উদ্ধারকৃত লাশের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানায় স্থানীয়রা। মৃত ব্যাক্তির পরনে কালো টি-শার্ট, লুংগি এবং হাপ প্যান্ট রয়েছে। তবে লাশের তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি তারা।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান কক্সবাজার জার্নালকে জানান, লোক মারফতে খবর পেয়ে সকালে থানা পুলিশের দল নাফনদীর কিনারা হতে ঘটনাস্থলে উপস্থিত জনগনের সহায়তায় এই লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি তবে জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি (রবিবার) গভীর রাত সাড়ে ৩টার দিকে বাংলাদেশ জলসীমা নাফনদীর মাঝখানে জিরো পয়েন্ট এলাকায় বিজিবি ও মাদক পাচারে জড়িত অপরাধীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছিল। উক্ত ঘটনায় ঐ দিন রাতে দিশেহারা ৩/৪ মাদক নদীতে ঝাঁপ দিয়ে কৌশলে পালিয়ে গেলেও পাচারকারীদের ফেলে যাওয়া একটি নৌকা তল্লাশী করে ৫ লাখ,২০ হাজার ইয়াবা,১টি বন্দুক,২ রাউন্ড কার্তুজ,১টি কিরিচ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।ধারানা করা হচ্ছে ১৭ জানুয়ারি গভীর রাতে নাফনদীতে বিজিবির সাথে গোলাগুলির ঘটনায় উদ্ধারকৃত লাশের এই ব্যাক্তিটি গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে মারা গিয়েছিল।####

আরও খবর