উখিয়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: গুরুতর আহত-৫

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার-টেকনাফ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উখিয়ার পালং গার্ডেন এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।

আহতরা হলো রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়ার মোহাম্মদ তারেক(২২) ও তুতুরবিলের এহসানুল হক মিসেল (২৩)। তাৎক্ষণিক বাকী তিনজনের পরিচয় মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৫জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

আরও খবর