জাহেদ হাসান :
কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনভূমি থেকে ৩টি ঘর উচ্ছেদ করে মোট ২ একর বেদখল বনভূমি দখলমুক্ত করেছে।
মঙ্গলবার(১৯ জানুয়ারী)সকাল ১১ টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের দিকনির্দেশনায় মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া’র নেতৃত্বে মেহেরঘোনা বিট কর্মকর্তা ও কালিরছড়া বিট কর্মকর্তাসহ রেঞ্জের সকল বিটের বনপ্রহরীদের নিয়ে কালিরছড়া বিটের সংরক্ষিত বনে সহ অবৈধভাবে বনভূমিতে গড়ে উঠা ৩টি ঘর উচ্ছেদ করে ২ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।
এবিষয়ে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া বলেন,সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করছে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ৩ টি ঘর উচ্ছেদ করে ২ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং পাশাপাশি বন অপরাধ দমনে সবাইকে সহযোগিতা করার আহবান জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-