মো: জয়নাল আবেদিন •
বিভিন্ন সময়ে দৃষ্টিনন্দন প্রধান ফটক (গেইট) নির্মাণ করা হবে আশ্বাস দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তনের আগে প্রধান ফটকের নির্মাণের আশ্বাস দেয়া হলেও কোন রকম পেস্টুন দিয়ে কৃত্রিম গেইট দিয়ে দায় সারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৪ বছর পার হলে এখনও বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
প্রশাসনিক ভবনের উপরে বিশ^বিদ্যালয়ের নাম ব্যবহার করে কোন রকম পরিচয় তোলে ধরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনের আগে প্রধান ফটক নির্মাণ না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ব্যাক্ত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো: সানোয়ারর আলী বলেন, প্রধান ফটকের ডিজাইনের কাজ শেষ। তবে কাজ কবে নাগাদ শুরু হতে পারে তা জানার জন্য তিন চারদিন অপেক্ষা করা লাগবে। তিনি আরো বলেন মেগা প্রকল্পের বাজেট পেয়ে গেলে কাজ শুরু করে দেয়া যাবে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে কাওসার আহমেদ পায়েল লিখেন, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে গেইট করুন না হয় আমাদের থেকে টাকা তোলে সমাবর্তনের আগে গেইট নির্মাণ করুন। সেদিন কুবির একটা ডকুমেন্টারি দেখে আমার চাচা বলেছিলো তোদের ভার্সিটির গেইটের চেয়ে তো নালু পোদ্দারের বাড়ির গেইটই অনেক ভালো’।
২০১৯ সালের জুন মাসে মূল ফটকের জন্য একটি দৃষ্টিনন্দন নকশা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার সম্ভাব্য ব্যয় ধরা হয় প্রায় এক কোটি টাকা । কিস্তু ১৪ বছর পার হলেও ফটক নির্মানের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনের সময় দৃষ্টিনন্দন প্রধান ফটক করা হবে আশ্বাস দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। প্রধান ফটক করা সম্ভব নয় জানিয়ে কর্তৃপক্ষ সাময়িক সময়ের জন্য প্রস্তাবিত নকশার আদলে সমাবর্তনের আগে কৃত্রিম ফটক নির্মানের কথা দিয়েছিলো। কিন্তু সেই প্রতিশ্রুতিও রাখা হয়নি। প্রবেশদ্বারে দুই প্রান্তে কোনভাবে পেস্টুন দিয়ে সমাবর্তন শেষ করে বিশ্ববিদ্যালয়।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভোগের স্নাতকোত্তরের শিক্ষার্থী গিয়াস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পর শুনতেছি প্রধান ফটক হবে অথচ বিশ্ববিদ্যালয় জীবন শেষের দিকে তারপরও নাকি এখনও প্রধান ফটক হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবারও জানতে চাই কবে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক?
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবু তাহের বলেন, ‘আশা করি ১০-১৫ দিনের মধ্যে প্রকল্পে সাক্ষর হয়ে যাবে। তাহলে আমরা অতিদ্রুত প্রধান ফটকের কাজ শুরু করে দিতে পারবো।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-