ডেস্ক রিপোর্ট •
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের মামালায় তদন্ত সংস্থা সিআইডি পুলিশের চার্জশিটভুক্ত ২২ আসামি আদালতে স্বেচ্ছায় আত্নসমর্পণ করেছেন। একইদিন আদালত থেকে জামিনও পেয়েছেন তারা।
আজ রোববার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টনের আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে আসামিদের সবার জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, আদালত প্রত্যেককে এক মাসের জামিন মঞ্জুর করেছেন।
গত বছর ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এসময় মুসল্লিদের মধ্যে ৩৮ জন দগ্ধসহ অর্ধশত ব্যক্তি আহত হন। দগ্ধদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়।
এই বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার দেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-