উখিয়ায় ইসলামী সম্মেলনে আসছেন মুফতি হাসান জামিল

এম.কলিম উল্লাহ, উখিয়া:

উখিয়া উপজেলার অন্যতম ছাত্র সংগঠন পালং ইসলামী ছাত্র সংস্থা কর্তৃক আয়োজিত এক দিন ব্যাপী ইসলামী সম্মেলন আগামীকাল মরিচা বাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল সোমবার দুপুর ২টায় আরম্ভ হওয়া ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন, মাওলানা মুস্তাক আহমদ সাহেব সাবেক ইমাম, কেন্দ্রীয় জামে মসজিদ, মরিচ্যা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ্। সহকারী পরিচালক আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করিবেন, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি হাসান জামিল। খতিব বায়তুল মামুর জামে মসজিদ, এলিফ্যান্ট রোড ঢাকা। বয়ান, বাদ এশা।

বিশেষ বক্তার আলোচনা পেশ করিবেন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ঢাকা।

উক্ত দ্বীনি মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত পেশ করেছেন পালং ইসলামী ছাত্র সংস্থা ১,২ ও ৩ নং ইউনিটের এর দায়িত্বশীল বৃন্দ ও প্রধান পৃষ্ঠপোষক মাওলানা নূর মোহাম্মদ পরিচালক, তাজবীদুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, হলদিয়া পালং।

আরও খবর