উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

ইমরান আল মাহমুদ •

উখিয়ার জালিয়াপালং এর সোনাইছড়ি দুবাই কাসেম মার্কেটের পাশে নির্মাণাধীন ভবনে কর্মরত এক শ্রমিক বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে।

রবিবার(১৭ই জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক তারের পাশে ঝুকিপূর্ণ অবস্থায় নির্মাণ কাজ করার ফলে এর আগেও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ(১৭ই জানুয়ারি) একই স্থানে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তারা।

এ ব্যাপারে জালিয়াপালং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শামশুল আলম জানান, সোনাইছড়ি হেলালের নির্মাণাধীন ভবনে কর্মরত এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। আহত শ্রমিকের বাড়ি পাইন্যাশিয়া গ্রামে। তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

আরও খবর